রাকসু নির্বাচনে প্যানেল গোছানোয় সরগরম ক্যাম্পাস, সময় চায় ছাত্রদল
রাজশাহী, ১৩ আগস্ট: দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ঘিরে ক্যাম্পাসে এখন ব্যাপক তোড়জোড়। আগামী ১৫ সেপ্টেম্বর ভোটের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। বিভিন্ন ছাত্র সংগঠন তাদের প্যানেল চূড়ান্ত করতে ব্যস্ত সময় পার করছে। তবে এ অবস্থায় নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
ক্যাম্পাসে একাধিক প্যানেলের আলোচনা
রাকসু নির্বাচনে এখন পর্যন্ত ৬ থেকে ৭টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বলে জানা যাচ্ছে। এর মধ্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের প্যানেল ঘোষণা করেছে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, বামপন্থি ছাত্রসংগঠন, ইসলামী ছাত্রী সংস্থা, এবং সাংবাদিকদের প্যানেল নিয়েও আলোচনা চলছে।
ছাত্রদলের দাবি: আরও সময় প্রয়োজন
শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “আমাদের আরও সময় প্রয়োজন। দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে কোনো রাজনৈতিক সহাবস্থান ছিল না। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত না করে তড়িঘড়ি করে তফসিল ঘোষণা করা হয়েছে, যা অগ্রহণযোগ্য। আমরা যৌক্তিক দাবি মেনে তফসিল পুনর্গঠনের আহ্বান জানাচ্ছি।” তিনি অভিযোগ করেন, শিবির ও তাদের ছোট টিমের চাপে তফশিল ঘোষণা করা হয়েছে।
সাবেক সমন্বয়কদের সম্ভাব্য প্যানেল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়করা একটি প্যানেল নিয়ে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। এই প্যানেলে ভিপি পদে মেহেদী সজীব এবং জিএস পদে ফাহিম রেজার নাম শোনা যাচ্ছে। মেহেদী সজীব বলেন, “আমরা সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে এ সপ্তাহের শেষেই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করব।”
ইসলামী ছাত্রশিবির ও ছাত্র অধিকার পরিষদের প্রস্তুতি
ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল বলেন, তাদের সম্ভাব্য প্রার্থীরা শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং প্যানেল নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে, ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী মারুফ ভিপি পদে এবং সাধারণ সম্পাদক আল শাহরিয়ার শুভ জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।
বামপন্থি ছাত্রজোট ও সাংবাদিকদের প্যানেল
বামপন্থি ছাত্র সংগঠনগুলো ‘গণতান্ত্রিক ছাত্রজোট’ নামে একটি মোর্চা গঠন করে প্যানেল দেবে। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে- ভোটকেন্দ্র হলে না রেখে একাডেমিক ভবনে স্থাপন করা এবং ক্যাম্পাসে সংঘটিত বিভিন্ন ঘটনার বিচার নিশ্চিত করা।
এছাড়া সাধারণ শিক্ষার্থী ও সাংবাদিকদের নিয়ে একটি স্বতন্ত্র প্যানেল হতে পারে। বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি মনির হোসেন মাহিন এই বিষয়ে ইঙ্গিত দিয়ে বলেছেন, প্রেস ক্লাব এবং সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে এই প্যানেল গঠন করা হবে।
নির্বাচন কমিশনের অবস্থান
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন বলেন, “১৫ সেপ্টেম্বর ভোট গ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে এবং আমরা সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি। কোনো সংগঠন আনুষ্ঠানিকভাবে নির্বাচন পেছানোর দাবি জানায়নি। আমরা একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনার বিষয়ে আশাবাদী।”
নির্বাচনের সময়সূচি
- খসড়া ভোটার তালিকা নিষ্পত্তি: ১০-১২ আগস্ট
- চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ১৪ আগস্ট
- মনোনয়নপত্র বিতরণ: ১৭-১৯ আগস্ট
- মনোনয়নপত্র দাখিল: ২১, ২৪ ও ২৫ আগস্ট
- ভোট গ্রহণ: ১৫ সেপ্টেম্বর, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।







