সাদাপাথরে নজিরবিহীন লুটপাট, ক্ষোভ প্রকাশ করলেন ক্রিকেটার রুবেল হোসেন
সিলেট, ১৩ আগস্ট: সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ ‘সাদাপাথর’-এ চলছে নজিরবিহীন লুটপাট। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে প্রশাসনিক দুর্বলতার সুযোগে একদল লুটেরা এই স্থান থেকে পাথর উত্তোলন করে যাচ্ছে। এতে দেশের অন্যতম আকর্ষণীয় এই পর্যটন স্পটটি ক্ষতবিক্ষত হচ্ছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন। মঙ্গলবার তিনি নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে প্রকৃতি রক্ষার আহ্বান জানান।
রুবেলের আবেগঘন পোস্ট
ফেসবুক পোস্টে রুবেল হোসেন লেখেন, “সিলেটের সাদাপাথর নেই তো হারাবে সিলেটের সৌন্দর্যের গল্প। সাদা পাথর লুটেরাদের থামাও—প্রকৃতি লুট নয়, প্রকৃতি রক্ষা করুন।”
লুটেরাদের তাণ্ডবে ক্ষুব্ধ সাধারণ মানুষ
সম্প্রতি সাদাপাথর থেকে পাথর উত্তোলনের কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যা দেখে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। রুবেল হোসেনের এই প্রতিক্রিয়া তারই ধারাবাহিকতায় এসেছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় এই লুটপাট চলছে। পরিবেশবিদরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, এভাবে পাথর উত্তোলন চলতে থাকলে সাদাপাথর পর্যটন স্পটটি মানচিত্র থেকে হারিয়ে যাবে এবং সেখানকার পরিবেশ ও জীববৈচিত্র্যের অপূরণীয় ক্ষতি হবে।







