বরিশালে স্বাস্থ্য খাতের সংস্কারের দাবিতে চলা একটি আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্য দেওয়ার পর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় সরোয়ার তালুকদার নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এই ঘটনা ঘটে।
আন্দোলনকারীরা জানান, সরোয়ার তালুকদার তাদের আন্দোলনে বক্তব্য দিচ্ছিলেন এবং শেষে তিনি আওয়ামী লীগের স্লোগান দেন। এতে ক্ষুব্ধ হয়ে আন্দোলনকারীরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন।
আটক হওয়ার পর সরোয়ার তালুকদার দাবি করেন যে তিনি আওয়ামী লীগের কোনো কর্মী নন এবং ভুল করে স্লোগানটি দিয়ে ফেলেছেন। তিনি এর জন্য ক্ষমাও চেয়েছেন।
এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন সিকদার জানান, আন্দোলনকারীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। পুলিশ তার পরিচয় যাচাই করছে এবং তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন।











